বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০২২, ০৫:০২:৫১

মেট্রোরেল আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু

মেট্রোরেল আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলক চালু

ইসলাম ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা হয়ে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এর আগে আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল। এ রুটের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কি.মি.।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল’র এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনও কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে। ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফরমের্ন্স পরীক্ষা চলছে।

ডিএমটিসিএল’র এমডি আরও বলেন, ‘নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে