শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১০:০৭:১৪

এবার মা, ছোট ভাই ও আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

এবার মা, ছোট ভাই ও আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্যও প্রাণখুলে দোয়া করবেন।

তিনি বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয় তো আরো অনেক পরিবর্তন হবে। সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি। দেশ স্বাধীনের পর থেকে বিশেষ করে ৯০ এবং পরবর্তীতে যে স্বৈরাচার পালিয়ে গেছে। সেই স্বৈরাচার গত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন গুম হয়েছেন। শুধু রাজনৈতিক কর্মী নয়, তার বাহিরেও বহু সাধারণ মানুষ অনেক নির্যাতন ও অত্যাচারিত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন আজ সব শহীদ ও আহতদের জন্য প্রাণখুলে দোয়া করি। আমরা প্রত্যেকে যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে দেশ, সেই দেশ উপহার দিতে পারি।

অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ছুটি পেয়েছেন। ছেলে তারেক রহমান তাকে নিয়ে বাসায় ফিরেছেন। এ সময় তার স্ত্রী জুবায়দা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে