শনিবার, ০৯ জুলাই, ২০২২, ১২:৩৯:৩১

ঈদের জামাত ও উদযাপনকে কেন্দ্র করে সতর্ক র‍্যাব

ঈদের জামাত ও উদযাপনকে কেন্দ্র করে সতর্ক র‍্যাব

নিউজ ডেস্ক: কোনো ধরনের না'শক'তা বা অপ্রী'তিকর ঘটনার তথ্য না থাকলে ঈদুল আজহার জামাত ও উদযাপনকে কেন্দ্র করে সত'র্ক র‍্যাব। প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ নিরা'পত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৯ জুলাই) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান।

মো. কামরুল হাসান বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের মতো এবারও র‍্যাব বিশেষ নিরা'পত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সব ধরনের অনা'কা'ঙ্ক্ষিত পরি'স্থিতি মো'কাবিলায় দেশজুড়ে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

ঈদে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী গোয়ে'ন্দা ন'জরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের বো'ম্ব ডি'সপো'জাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

এছাড়া র‍্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট ও মোবাইল পেট্রল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং থাকবে বলে জানান কর্নেল মো. কামরুল হাসান। ঢাকা ছাড়াও সব মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ ঈদগাহ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে। 

কামরুল হাসান বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরা'পত্তা ব্যবস্থা জো'রদার করা হবে। গুরুত্বপূর্ণ ঈদগাহে নিরা'পত্তা সুইপিং করা হবে। পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল থাকবে। পাশাপাশি র‍্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে।

যেকোন উ'দ্ভু'ত পরি'স্থিতির জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র‍্যাবের বো'ম্ব ডি'সপো'জাল ইউনিট। যেকোন না'শ'কতা বা হা'মলা মো'কাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমা'ন্ডো টিম ও এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে