বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ০৭:৪২:০৫

এমটিনিউজকে অনুমোদন দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

এমটিনিউজকে অনুমোদন দিলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

নিউজ ডেস্ক: দেশের প্রথম সারির নিউজ পোর্টাল এমটিনিউজ.২৪কমকে নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন করে আরও ৪৫টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এমটিনিউজ ছাড়াও নিবন্ধনের অনুমতি পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে— ঢাকা পোস্ট, ক্যাম্পাস টাইমস, ঢাকা প্রকাশ ২৪, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, সিভয়েজ ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দূরবীন ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়ার্ল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অব টাইগার, বাংলা আওয়ার, গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ ও নিউজ জোন বিডি।

বিজ্ঞপ্তিতে এসব সংবাদমাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। 

এমটিনিউজ২৪.কম অনলাইন পোর্টালটিকে অনুমোদন দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পোর্টালটির সম্পাদক আসাদুজ্জামান শেখ। সেই সাথে আনন্দের সংবাদটি প্রকাশ করে আগামীতে নতুন উদ্যামে চলার পথে প্রিয় পাঠকদের দোয়া কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে এমটিনিউজ২৪.কম অনলাইন পোর্টালটি পাঠকদের আস্থা ও বিশ্বাস জয় করে নিয়মিত ২৪ ঘন্টা সঠিক সংবাদটি প্রচার করছে। ফেসবুকে পোর্টালটির অনুসারীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। গত ৯ বছরে ১৫০টিরও বেশি দেশে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষী পাঠকরা যুক্ত রয়েছে এমটিনিউজ২৪.কম এর সাথে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে