বুধবার, ২০ জুলাই, ২০২২, ০২:০৫:০৯

শেখ হাসিনার কারণে আসাম আজ সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে: মুখ্যমন্ত্রী হিমন্ত

শেখ হাসিনার কারণে আসাম আজ সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে: মুখ্যমন্ত্রী হিমন্ত

নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আসাম আজ সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, স'ন্ত্রা'স ও জ'ঙ্গিবাদের বি'রু'দ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক'ঠোর পদক্ষেপের কারণে আসাম ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) আসামের গুয়াহাটিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি আলফা-র বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন তাহলে আজ আমরা এই শান্তিপূর্ণ রাজ্যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে পারতাম না।’

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছেন, রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার সময় আলফার বিরুদ্ধে প্রধানমন্ত্রী হাসিনার পদক্ষেপ আসামে শান্তি পুনরুদ্ধারে অনস্বীকার্য ভূমিকা পালন করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি আসাম সফর করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, আসামসহ ভারতের জনগণ মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ভারত ও বাংলাদেশের জনগণের সম্পর্ক রক্তে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ নেতৃত্বে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে