সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:১১:৪৪

শুধু আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী

শুধু আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী

এমটি নিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে শুধু আওয়ামী লীগের সময় নিরপেক্ষ নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সেনাশাসকেরা বাংলাদেশে শাসন করেছেন। তাঁরা রাজনৈতিক দল গঠন করেছেন। তাঁরা কখনো মানুষের কাছে গিয়ে ভোট চাননি। ক্ষমতায় থাকতে সেনাবাহিনী, প্রশাসন—সবকিছুই ব্যবহার করেছেন তাঁরা।’

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ সোমবার। এই অনুষ্ঠানে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে রানি এলিজাবেথের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্মৃতি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘১৯৬১ সালে তিনি (রানি) যখন তৎকালীন পূর্ব পাকিস্তান সফর করেন, তখন তাঁকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমি খুব ছোট ছিলাম। আমরা বাবার অফিসে গিয়েছিলাম। কারণ, আমি জানতাম তিনি ওই রাস্তা দিয়ে যাবেন। আমাদের পুরো পরিবার বাইনোকুলার নিয়ে জানালায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, যেন তাঁকে ভালোভাবে দেখতে পারি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিটি সফরেই তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি সাতটি কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছি। তাই প্রতিবারই তাঁর সঙ্গে সাক্ষাৎ করার ও কথা বলার সুযোগ হয়েছে। আর অলিম্পিক গেমসের সময়ও তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি এসেছিলাম। সেটি খুব ভালো একটি সুযোগ ছিল। আমরা লম্বা সময় আলোচনা করেছিলাম।’

রানি এলিজাবেথের স্মৃতিশক্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাঁর স্মৃতিশক্তি ছিল চমৎকার। এমনকি কমনওয়েলথ সম্মেলনে তিনি যখন আমাকে দেখতে পেতেন না, তখন খোঁজ নিতেন। বলতেন, “হাসিনা কোথায়? আমি তো তাঁকে দেখতে পাচ্ছি না।”’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে