শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ১১:২২:৫৬

গুলশানে এসি বিস্ফোরণ : দগ্ধ দুই

  গুলশানে এসি বিস্ফোরণ : দগ্ধ দুই

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর গুলশানে এসি বিস্ফোরিত হয়েছে। একটি বাসার পাঁচতলায় এসি বিস্ফোরিত হয়ে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন গোপাল মল্লিক ও মিজানুর রহমান। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, গুলশান-২ এর ৬ নম্বর সড়কের ২১ নম্বরের একটি বাসার পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক গোলোযোগের কারণে এসিটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে