ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, গুলশান-২ এর ৬ নম্বর সড়কের ২১ নম্বরের একটি বাসার পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক গোলোযোগের কারণে এসিটি বিস্ফোরিত হয়ে আগুন লাগে।