রবিবার, ০৫ মার্চ, ২০২৩, ০১:৪১:৫০

রাজধানীর সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ : নিহত ৩

রাজধানীর সায়েন্সল্যাবে তিনতলা ভবনে বিস্ফোরণ : নিহত ৩

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী এ তথ্য জানিয়েছেন। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার।

ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক মোরসালিন গণমাধ্যমকে জানান, ৩০ থেকে ৪০ জন পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যে তিনজন নিহত হয়েছেন, বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এখানে চিকিৎসা নিতে আসা কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে।

 রোববার সকাল  তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে