বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:০০:৪৭

দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা জহুরুল হক আর নেই

দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা জহুরুল হক আর নেই

এমটিনিউজ২৪ ডেস্ক : অর্ধশতাব্দী কালের বেশি সময় ধরে ইসলামের প্রসারে জীবন উংসর্গ করে দিয়ে অবশেষে চিরবিদায় নিলেন দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দ:বা:)। ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার মুহতামিম ছিলেন তিনি। 

বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, প্রবীণ এই আলেম সামচুল হক ফরিদপুরীর খলিফা ছিলেন। তিনি ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ১০ বছর। স্বাধিনতা ঘোষনা হওয়ার পর সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার একান্ত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা। ওই মাদারাসায় মুহতামিম হিসেবে প্রায় ৭০ বছর দায়িত্ব পালন করেন। তার কাছে পড়াশোনা করে হাজারো ছাত্র আলেম হয়েছেন। যেকারণে তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি আলেম সমাজেও শোকের ছায়া নেমে এসেছে। 

মাওলানা জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।    

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো. নিজাম উদ্দীন বলেন, বার্ধক্যজনিত কারণে আমার বাবা প্রখ্যাত আলেম জহুরুল হক দীর্ঘদিন ফরিদপুর ডায়বেটিক্স হসপিটালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে হাসপাতাল থেকে তাকে মাদারাসার নিজ কক্ষে রাখা হয়। সেখানেই বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর পুরুরা মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে