বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ১২:২৮:০২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

এমটিনিউজ ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন হবে। 

ঢাকার এক আদালত বুধবার দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। 

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতের রায়কে ফরমায়েশি বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে