বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০২:১৬:০১

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

এমটিনিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আগামীকাল শুক্রবার প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। জুমার নামাজের পর সারা দেশে জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে বেআইনিভাবে অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই যে সাজা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই জনগণ কিন্তু তার প্রতিবাদ করেছে। গতকাল রায় ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো দেশে প্রতিক্রিয়া হয়েছে এব্ং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছে।’

বিএনপি মহাসচিব আরো জানান, ‘এই রায়ের প্রতিবাদে আমরা (বিএনপি) আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বাদ জুমা প্রতিবাদ সমাবেশের ঘোষণা করছি। দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার যৌথ উদ্যোগে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, গত বুধবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে তারেক রহমানকে ৯ বছরের আর তাকে সহায়তা করার জন্য জোবাইদাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে