এমটিনিউজ ডেস্ক: সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে ইলিশের দাম কমেছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। দেড় কেজি ওজনের ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা, এক কেজির ইলিশ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা, ৮০০ গ্রামের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা ও ৫০০ গ্রামের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: যে পদক্ষেপ নেওয়া হলো ইলিশের দাম নিয়ন্ত্রণে আনতে
কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মো. হৃদয় বলেন, মানুষজন ইলিশ কম কেনার কারণে বাজারে দাম কিছুটা কমে গেছে। তবে বাজারে ইলিশের সরবরাহ আগের মতোই আছে।