এমটিনিউজ ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আপনারা কথায় কথায় বলেন সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সংবিধানে কী লেখা আছে আপনারা ভোট চুরি করবেন আর এমপি হবেন? সংবিধানে কী লেখা আছে যে মিথ্যা মামলা দেবেন? সংবিধানে কী লেখা আছে যে পুলিশ, ডিসি, ইউএনওকে ব্যবহার করবেন ক্ষমতায় থাকার জন্য? রাতের বেলা ভোট চুরির কথা সংবিধানে লেখা নেই।’
শুক্রবার বিকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন মইন ইউ আহমেদরা। ক্ষমতায় বসার পর যত অত্যাচার নির্যাতন, মিথ্যা মামলা ও খুন-গুম করা হয়েছে, নেতাকর্মীদের ওপর তত আমাদের পরিধি বাড়ছে। পাশাপাশি তাদের জনপ্রিয়তা দিন দিন কমছে। আজ দেশে গণতন্ত্র নেই। তারা কথায় কথায় শহীদ জিয়াকে বলে যে তিনি শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত। তাদের দলের নেতা খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘খবরদার, উপর থেকে নিচ পর্যন্ত কেউ শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করবেন না।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ খোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রাজনীতি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আর বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে নিজের মায়ের মতো করে দেশকে ভালোবাসা। তাই নিজের মায়ের মতো করেই দেশকে ভালোবাসতে হবে।’
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।