শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৪:৫৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ২১ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৮ জনে। 

এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। 

শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮২ জন। আর ঢাকার বাইরে ১৩৭০ জন।  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন এবং ঢাকার বাইরের চারজন।

চলতি বছরের এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৯ হাজার ৫৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ১০২ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরের ৬৩ হাজার ২১১ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে