সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:১৬:১৭

অবশেষে কমতে শুরু করেছে ইলিশের দাম

অবশেষে কমতে শুরু করেছে ইলিশের দাম

এমটিনিউজ ডেস্ক : বরগুনার বাজারে আসতে শুরু করেছে ইলিশ। ফলে পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম কমতে শুরু করেছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌর খুচরা মাছ বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৯০০ টাকা কেজি দরে। এ সাইজের ইলিশের দাম কয়েকদিন আগেও ছিল ১২০০ টাকা।

পৌর মাছ বাজারের বিক্রেতা রফিক বলেন, পাইকারি বাজারে ইলিশের সরবরাহ ভালো থাকায় দাম কম। পাইকারি বাজার থেকে মাছ কিনে অল্প লাভে বিক্রি করছি।

মাহাতাব মুসলিম নামের এক ক্রেতা জানান, বাজারে পর্যাপ্ত ইলিশ আসায় দাম কিছুটা কমেছে। সরবরাহ বেশি থাকলে দাম এমনিতেই কম থাকে। আমি নদীর ইলিশ কেনার জন্য বাজারে এসেছি।

ফারুক নামের এক জেলে বলেন, আগে নদীতে অনেক ইলিশ পেতাম কিন্তু দাম কম ছিল। এখন বড় সাইজের একটা দুইটা ইলিশ মাছ পেলে ভালো দাম পাওয়া যায় বাজারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে