মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৩:৫৭

ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন

ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন

এমটিনিউজ ডেস্ক : ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৩ সেপ্টেম্বর থেকে দেশের তফসিলি ব্যাংকের তালিকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ করা হয়েছে। এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে