মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৬:৫২

বাংলাদেশের বেশির ভাগ মানুষ আ.লীগকে সমর্থন করে : তথ্যমন্ত্রী

বাংলাদেশের বেশির ভাগ মানুষ আ.লীগকে সমর্থন করে : তথ্যমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশের বেশির ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, তারা চায় দেশে নির্বাচনী ব্যবস্থাকে ভন্ডুল করতে। ২০১৪ সালেও তারা চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে। কিন্তু এবার যদি আবারও সেই চেষ্টা করে তাহলে জনগণ কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগকে সমর্থন করা মানুষগুলো এবং আওয়ামী লীগও বসে থাকবে না।

তিনি বলেন, ২০১৪ সালের মতো নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি পাদানিতে বসে নির্বাচনের ট্রেনে চড়েছিল। আশা করি, এবার তারা নির্বাচনের ট্রেনে ভালোভাবে বসবে।

হাছান মাহমুদ বলেন, জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সেটিই গ্রহণযোগ্য নির্বাচন হবে। তাদের (বিএনপি) বর্জন সত্ত্বেও সিটি নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। আগামী নির্বাচনও যদি তারা বর্জন করে জনগণ ব্যাপকভাবেই অংশগ্রহণ করবে।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশ, রাষ্ট্র, মানুষের এ সাফল্য কাগজের পাতায় আসতে হবে। ব্যর্থতার কথাও পত্রিকায় আসবে, সমালোচনা হবে। কিন্তু সাফল্যগাঁথাটাও প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে