এমটিনিউজ ডেস্ক : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক আহমেদ আবদুল কাইয়্যুম।
তিনি বলেন, রোববার (৩ সেপ্টেম্বর) দলের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি ছিল খুলনায়। এদিন হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে মুফতি ফয়জুলের। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ওইদিন খুলনায় চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দলের প্রচার সম্পাদক আরও বলেন, নির্দিষ্ট সময় অবজারভেশন শেষে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন। ফয়জুল করীম ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।