এমটিনিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় সিলেটগামী এনা পরিবহন ও ঢাকাগামী ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এনা পরিবহন ও সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন নামে দুটি বাস ডুবাঐ বাজার এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দুটি বাসের অর্ধশতাধিক যাত্রী আহত হয়। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নিজাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।