সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৫৫:৪২

যে অভিযোগে আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

যে অভিযোগে আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

একই সঙ্গে আদম তামিজী হককে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে