এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে এমন অনেকেই রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ খুঁজেন। এক্ষেত্রে প্রথম বাধা হয়ে দাঁড়ায় ভাষাগত দক্ষতা। এ জন্য প্রয়োজন হয় আইইএলটিএস, স্যাট, টোয়েফল, ডুয়োলিঙ্গো সনদ। আর ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে যাওয়া যাবে না ভেবে অনেকেই চেষ্টা থেকে সরে আসেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এসব সনদ না থাকলেও উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রর টেক্সাসের রাইস ইউনিভার্সিটি বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাষাগত দক্ষতার বিষয়টি শিথিল করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে আইইএলটিএস ছাড়াও পড়ালেখা করার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আইইএলটিএস, স্যাট, টোয়েফল, ডুয়োলিঙ্গো পরীক্ষা ছাড়াই বাংলাদেশের ৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থী)। তবে বাকি বিষয়ের শিক্ষার্থীরা ইংরেজি ভাষাগত দক্ষতার পরীক্ষা ছাড়া রাইস ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পাবেন না।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীকে প্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ইংরেজি ভাষার প্রয়োজনীয় সব কাগজপত্র পূরণ করতে হবে। এসব শিক্ষার্থীকে আবেদনপত্রে দেশের নিজ প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা পড়ালেখার মাধ্যম ছিল বলে তা উল্লেখ করতে হবে। যাবতীয় সব কাগজপত্র প্রস্তুত করে শিক্ষার্থীরা রাইস ইউনিভার্সিটির এই https://graduate.rice.edu/ লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন।