বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ০৫:০৪:৩৭

খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই

খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান আবদুল মজিদ আর নেই

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ আর নেই। বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর। লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল মজিদের মরদেহ দেশে আসবে আগামী শুক্রবার (১৩ অক্টোবর)।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, আবদুল মজিদ বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল মজিদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে