এমটিনিউজ২৪ ডেস্ক : শুক্রবারও দেশের আট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া শনিবার শুধু চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। এর পর রোববার থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা।
এর আগে বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টির প্রবণতা কম ছিল। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও ময়মনসিংহ বিভাগ ছিল বৃষ্টিহীন। অন্যান্য বিভাগেও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়। ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।