রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ০৭:০৪:৪৫

হরতাল শেষে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

হরতাল শেষে ৩ দিন অবরোধের ডাক বিএনপির

এমটিনিউজ২৪ ডেস্ক : কর্মসূচিতে বাধা, নেতাকর্মীদের ওপর হামলা ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনের পর এবার তিন দিনের অবরোধের ডাক দিল দলটি।

কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দেড় দশক ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি।

রোববার সন্ধ্যায় (২৯অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহতি ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং এক দফা আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে