এমটিনিউজ২৪ ডেস্ক : ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২ নভেম্বর ২০২৩ এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র। আগামী কয়েক দিনের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্র আরো জানিয়েছে, বিগত নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল।
সেগুলো সমাধান করতে এনটিআরসিএ'র সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করেছেন। বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৪ নভেম্বর কিংবা আগামী কয়েক দিনের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।