সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৬:২৮

যে চার জায়গা থেকে বিআরটিসি বাস যাবে বাণিজ্য মেলায়

 যে চার জায়গা থেকে বিআরটিসি বাস যাবে বাণিজ্য মেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : রোববার থেকে শুরু হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যা আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। 

এবারের বাণিজ্য মেলায় চারটি স্থান থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজ মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বিআরটিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুড়িল বিশ্বরোড, খেজুরবাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের পৌঁছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে।

বলা হয়েছে, কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুরবাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে