এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের কথাবার্তায় তারা লক্ষ্য থেকে কিছুটা সরে আসছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত সংসদ কার্যকর না হলে অস্থিরতা ছড়িয়ে পড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব স্থিতিশীল পরিবেশ আনাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে সরকারের বিভিন্ন কথাবার্তায় মনে হচ্ছে, তারা লক্ষ্য থেকে কিছুটা সরে আসছে। যে কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা হলে কোনো সংস্কারই কাজে আসবে না এবং দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে বলে হুঁশিয়ার কররেন তিনি।
দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন হলে স্থিতি অবস্থা আসবে। সমস্যাগুলো সমাধান করতে দায়িত্বপ্রাপ্তরা কাজ করবেন। সংসদকে কার্যকর করতে যত দেরি হবে, অস্থিরতা চারদিকে ছড়িয়ে পড়বে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার সঙ্গে বিএনপির ৩১ দফার বেশি পার্থক্য নেই। শুধু বিএনপির নয়, অন্যান্য রাজনৈতিক দলের মতামতে ৩১ দফা। তার মতে অধিকাংশ মানুষের মতামতের প্রতিফলন ৩১ দফা।
এ সময় তারেক রহমান অভিযোগ করেন, বিশেষ একটি দেশকে সুবিধা দিতে গত স্বৈরাচার সরকার স্বাস্থ্যসেবাসহ প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আর দেশকে ধ্বংস থেকে রক্ষা করতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।