বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ১১:৫০:০৩

বিকাশ কর্তৃপক্ষের বিশেষ বিজ্ঞপ্তি, যা জানানো হলো

বিকাশ কর্তৃপক্ষের বিশেষ বিজ্ঞপ্তি, যা জানানো হলো

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা লেনদেনের বিকাশ প্ল্যাটফর্মটি সাইবার হুমকির শিকার হবে এমন তথ্য ছড়িয়ে পড়ে। 

এতে গ্রাহকরা বিভ্রান্ত হয়। কিন্তু বুধবার এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায় অর্থ লেনদেনের প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের যেকোনো অপপ্রচার দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন সহ অন্যান্য আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বিকাশ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের অর্থ এবং লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে