বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ০২:২৭:৪৬

সবচেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সুনাম অর্জন খলিলের

সবচেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সুনাম অর্জন খলিলের

এমটিনিউজ২৪ ডেস্ক : গত কয়েকমাসে রাজধানীতে কম দামে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সুনাম অর্জন করেছেন ব্যবসায়ী মো. খলিল আহমেদ। এই জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়াল তার জীবনে। 

অজ্ঞাত নম্বর থেকে ফোনকলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এই ব্যবসায়ীকে। একইসঙ্গে কম দামে গরুর মাংস বিক্রি করতে নিষেধ করেছেন হুমকিওদাতারা। তারা বলেছেন, যদি এসব না মেনে চলেন তাহলে তাকে ও তার ছেলেকে গুলি করে মেরে ফেলা হবে। 

এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন খলিল আহমেদ। বুধবার (২৪ জানুয়ারি) শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

তিনি বলেন, মাংস ব্যবসায়ী খলিলকে কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। পুলিশ তদন্ত-সাপেক্ষে ব্যবস্থা নেবে।

গরু মাংসের দাম যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি তখন ৬৫০ ও ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করে আলোচনায় আসেন শাহজাহানপুরের মাংস বিক্রেতা খলিল। গত দুই মাস ধরে তিনি বাজারের সবচেয়ে কম দামে মাংস বিক্রি করেন।

হুমকির বিষয়ে জানতে চাইলে মাংস বিক্রেতা খলিল বলেন, দুটি নম্বর থেকে আমার কাছে ফোন আসে। তারা বলছে, তোর ছেলের জন্য ছয় বুলেট, তোর জন্য ছয়টা রেখেছি। কথা না শুনলে বাবা-ছেলেকে মেরে ফেলবো। ভয়ে আমি শাহজাহানপুর থানায় জিডি করেছি।

তিনি বলেন, কম দামে মাংস বিক্রি করে আমি কী অপরাধ করলাম? একা বের হতে পারছি না। পরিবারের সবাই ভয়ে আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে