শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ০২:৩৭:১২

সতর্ক করে গ্রাহকদের যে বার্তা দিল বিকাশ

সতর্ক করে গ্রাহকদের যে বার্তা দিল বিকাশ

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সাইবার পেজ থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের মাধ্যম বিকাশকে নিয়ে পোস্ট করা হয়। 

সেসব পোস্টে বিকাশ অ্যাপ ব্লক করা, হ্যাক করাসহ বিভিন্ন সাইবার হুমকি দিয়ে ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলা হয়।

বুধবার বিকাশ সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টের বিষয়টি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথিত সাইবার হুমকির বিষয়ে বিকাশ নিশ্চিত করতে চায় যে বিকাশ প্ল্যাটফর্মটি সম্পূর্ণ সুরক্ষিত। এ ধরনের যেকোনো অপপ্রচার দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিকাশ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকের অর্থ এবং লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে আসছে। বিকাশে গ্রাহকের অর্থ সব সময়ই সুরক্ষিত ও নিরাপদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে