রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১০:৫৬:২৩

বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে পিষ্ট পরীক্ষা দিতে যাওয়া তিন বন্ধুর একজন

বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে পিষ্ট পরীক্ষা দিতে যাওয়া তিন বন্ধুর একজন

এমটিনিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হোসেন (১৮) নামে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব দামুড়হুদা চিতলা গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। সে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন হাটের সামনে সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবসহ ৩ বন্ধু মোটরসাইকেল যোগে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিল। কলেজে ঢুকার আগেই একটি পাখি ভ্যানের এক্সেলে ধাকা লেগে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার উপর পড়ে। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজ ছাত্র রাকিব মারা যায়। গুরুতর আহত মোটরসাইকেল অপর দুই আরোহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ট্রাকটি আটক করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে নিয়েছে। নাবিল কোম্পানির ট্রাকটি মাছের ফিড নিয়ে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে ওই দুর্ঘটনার কবলে পড়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজছাত্র রাকিবকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে