মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৮:২৬

ব্রেকিং নিউজ: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

ব্রেকিং নিউজ: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় সাতজনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাট মোস্তফা সিএনজির সামনে চট্টগ্রামমুখী সড়কে একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসের চালক-হেলপারসহ অন্তত ২৫ জন আহত হন।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আহত যাত্রীদের উদ্ধার করে ১১ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এ ছাড়া স্থানীয়রা কয়েকজনকে এবং কোন কোন যাত্রী নিজেই গিয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়বকুণ্ডের বাসিন্দা সবুজ শর্মা জানান, হানিফ পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অনেকে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। অন্যদেরকে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে যান।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে