শনিবার, ০৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫:১৯

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিমকে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হামিম উপজেলার আলাবক্সপুর এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ফরিদ আহমেদ বলেন, ময়মনসিংহের নান্দাইলে কলেজ ছাত্র মুরাদ হাসান হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের অভিযান চলছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূল হোতা হামিম বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় শুক্রবার রাতে কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আসামি হামিমকে নান্দাইল থানা পুলিশের হেফাজতে নিয়ে আসার কাজ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত বছর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩১ মে রাতে আনারস প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র মুরাদ নিহত হয়।

এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল হোসেন ভূইয়া বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীসহ ১১ জনের নামে হত্যা মামলা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে