এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে গেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি ‘দ্য ক্লিনিক’ নামে একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খালেদা জিয়ার সফরসঙ্গী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। বিএনপির চেয়ারপারসন অসুস্থ শরীর নিয়ে দীর্ঘ পথ ভ্রমণ করেছেন, তার যাত্রাপথটা কেমন ছিল, তিনি কেমন আছেন এবং চিকিৎসকরা কী বললেন এসব নিয়ে কথা বলেছেন তাবিথ।
তাবিথ আউয়াল বলেন, হিথ্রো এয়ারপোর্টে পৌঁছানোর পর খালেদা জিয়া সরাসরি হসপিটালে চলে যান। এ সময় এয়ারপোর্টে প্রথমে তাকে রিসিভ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
আর তারপরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইমিগ্রেশন ক্রস করার পর। এ মিলনটা অত্যন্ত ইমোশনাল এবং খুশির মিলন হয়েছিল। ঠান্ডার কারণে তৎক্ষণিকভাবে আমরা তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাই।
তিনি আরও বলেন, বিস্তারিত এখন তার মেডিকেল টিম এবং অফিশিয়ালি ডাক্তাররা বলতে পারবেন। আমি যতটুকু জানতে পেরেছি চিকিৎসা শুরু হয়ে গেছে। আশা করি শিগগিরই উনি সুস্থতার দিকে চলে যাবেন।