এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট ছেলে শেখ রাসেলের নামে প্রস্তাবিত তিনটি প্রকল্পের নাম পরিবর্তন করে নীতিগতভাবে খসড়া ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদ শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অনুরূপ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে এর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অনুমোদন দিয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বিপিএআরডি), গোপালগঞ্জের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ করার অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া উপদেষ্টা পরিষদ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াকে নীতিগত এবং আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাই সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করেছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন অন্যান্য অনুরূপ প্রতিষ্ঠান, যেমন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর নামকরণের জন্য, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের নাম পরিবর্তন করে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর করা হয়েছে।
এছাড়া উপদেষ্টা পরিষদ প্রয়োজনীয় সংশোধনীসহ এবং আইনসভা ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক যাচাই-বাছাই সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে আরও সময়োপযোগী করার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধনের জন্য প্রণয়ন করা হয়েছে।
অবশেষে জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগতভাবে এবং পরিশেষে সম্পূরক বিষয় হিসেবে অনুমোদিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।