রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৭:৪১

এইমাত্র পাওয়া: কারওয়ান বাজার টিসিবি ভবনে আগুন

এইমাত্র পাওয়া: কারওয়ান বাজার টিসিবি ভবনে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার টিসিবি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত ৮টা ৫৪ মিনিটে আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করে। এরপর রাত ৯টা ৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে