সোমবার, ১০ মার্চ, ২০২৫, ০৮:১০:০৪

কালো টাকা, অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

কালো টাকা, অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে, সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। কালো টাকা, অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না।

রোববার (৯ মার্চ) সন্ধ‌্যায় নরসিংদীর লাল মিয়া কমিউনিটি সেন্টারে একটি ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করুক। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই।

তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য এবং জনগণের জন্য। রাজনীতি কোন পেশা নয়। রাজনীতি কোনো ব্যবসা নয়। এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুজি করে তারা ধন দৌলত ও সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। তাই সকলকে আহ্বান জানায় ইসলাম থেকে শিক্ষা নিই।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে মাহফিলে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আল, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো. তারিক হোসেন রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে