সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:১২:৪০

ব্রেকিং নিউজ: অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

ব্রেকিং নিউজ: অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে কুমিল্লা রিজিয়ন এডিশনাল ডিআইজি খাইরুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের নজির আহমদ ব্রিক ফিল্ডের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। একইদিন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক থেকে ৪ জনকে আটক করা হয়।

ফেনীর ফাজিলপুর থেকে আটকরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে হোসেনুজ্জামান প্রকাশ রৌশনুজ্জামান (৪৭),মোশাররফ হোসেনের ছেলে ইলিয়াস (৩৮)চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল গ্রামের শাহজাহানের ছেলে নাহিদ (২৫), রবিউল হকের ছেলে সোলাইমান (৩৮), বদরুজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০)।

এ সময় তাদের বহনকারী সিলভার রঙের একটি  প্রাইভেটকারে পেছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি ছুরি, ২টি লোহা কাটার হেস্কা ব্লেড, ৪টি বাটন মোবাইল ও ১টি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

কুমিল্লা রিজিয়ন এডিশনাল ডিআইজি খাইরুল আলম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।এর আগেও বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আটকৃত ডাকাতরা হলেন- মো. শহিদুল ইসলাম, মোজাম্মেল হোসেন, সুমন, ইউসুফ। তাদের কাছ থেকেও ডাকাতির সরঞ্জামাদি পাওয়া যায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে