সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:৪৯:২০

লাঠি দিয়ে নারীদের এলোপাথাড়ি পেটানো সেই যুবক গ্রেফতার

লাঠি দিয়ে নারীদের এলোপাথাড়ি পেটানো সেই যুবক গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের ওপর হামলাকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্যামলী স্কয়ার এলাকায় দাঁড়িয়ে থাকা নারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলেন রাসেল। এরপর লাঠি দিয়ে তাদের এলোপাথাড়ি পেটাতে থাকেন। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।

গ্রেফতার রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে