সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৫৩:৪৯

এবার গ্রেফতার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক

এবার গ্রেফতার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক

এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ মে) বিকেলে উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেফতার করে।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে