এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরায় সেনা অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুই সহযোগীসহ শ্যামনগর উপজেলা শীর্ষ চাঁদাবাজ মো. লিটন হোসেন গাজীকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার নূরনগর এলাকা থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৪ মার্চ) সকালে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
গ্রেফতার লিটনের দুই সহযোগী হলেন: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ইসমাইলপুর গ্রামের মো. আবু বক্কর সরদারের ছেলে মো. সাগর হোসেন ও কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আবির হাসান ওরফে আশিক।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মো. ফাহিমের নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্যামনগরের নূরনগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার শীর্ষ চাঁদাবাজ লিটনকে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি চায়না চাকু, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইয়াবাসহ ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া লিটনের কাছে থাকা ফোন চেক করে ৫ আগস্ট শ্যামনগর থানা লুট করে নিয়ে যাওয়া পুলিশের নাইন এমএম পিস্তলের ছবি ও ভিডিও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তার কাছে এই অস্ত্র রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, সেনাবাহিনী সদস্যরা লিটনসহ তার দুই সহযোগীকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।