বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ০৪:০৬:৫২

দেশে যত সংস্কার হয়েছে, সেগুলো বিএনপির প্রচেষ্টায় হয়েছে: ইশরাক হোসেন

দেশে যত সংস্কার হয়েছে, সেগুলো বিএনপির প্রচেষ্টায় হয়েছে: ইশরাক হোসেন

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচন এড়িয়ে সংস্কারের কথা বলে তা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, দেশে যত সংস্কার হয়েছে, সেগুলো বিএনপির প্রচেষ্টায় হয়েছে, অন্য কোনো পক্ষের মাধ্যমে নয়।

তিনি বলেন, ১৭ বছর ধরে জনগণ ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, হাজার হাজার মানুষ নিজের ভোটাধিকার পেতে জীবন দিয়েছে। তবে, স্বৈরশাসকের পতন হলেও ভোট নিয়ে ষড়যন্ত্র এখনও চলছে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রামের পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সন্দ্বীপ উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইশরাক হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে, শত শত নেতাকর্মীকে গুম, খুন ও পঙ্গু করেছে এবং শহীদ জিয়া পরিবারের বিরুদ্ধে অমানুষিক নির্যাতন চালিয়েছে। বিএনপি তার শাস্তি নিশ্চিত করবে।

তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। 

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এর সঙ্গে কিছু মিডিয়া সংস্থাও যুক্ত হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন করতে দলের সবাইকে একসাথে কাজ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে