স্বর্ণের দাম আজ হঠাৎ কত হলো জানেন?
এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে স্বর্ণের দাম ভরি এখন বিনিয়োগকারীদের জন্য অন্যতম আলোচনার বিষয়। ২৩ মার্চ ২০২৫ তারিখে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি পৌঁছেছে সর্বোচ্চ রেকর্ডে – ১,৫৪,৯৪৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক এই নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়েছে, যা সোনার বাজারে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আজকের স্বর্ণের দাম ভরি (২৩ মার্চ ২০২৫) – বাংলাদেশ
নিচে দেওয়া হলো আজকের হালনাগাদ স্বর্ণের দাম ভরি অনুযায়ী প্রতিটি ক্যারেট অনুযায়ী মূল্য:
ক্যারেট প্রতি ভরি মূল্য (টাকা)
২২ ক্যারেট ১,৫৪,৯৪৫
২১ ক্যারেট ১,৪৭,৯০০
১৮ ক্যারেট ১,২৬,৭৭৬
সনাতন পদ্ধতি ১,০৪,৪৯৮
???? গত ১৬ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম ১,০৩৮ টাকা বেড়েছিল, এবং এই ঊর্ধ্বগতি আজও অব্যাহত রয়েছে।
ভারতের স্বর্ণের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম ভরি
শুধু বাংলাদেশ নয়, ভারতের স্বর্ণের দাম ভরি হিসেবেও আজ বৃদ্ধি দেখা গেছে। ভারতীয় বাজারে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট স্বর্ণের আজকের মূল্য নিম্নরূপ:
২৪ ক্যারেট (প্রতি গ্রাম): ₹৮,৯৭৮
২২ ক্যারেট (প্রতি গ্রাম): ₹৮,২৩০
২২ ক্যারেট (প্রতি ভরি): ₹৯৩,৬৬০
এই বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারের চাপও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম – বিশ্ববাজারের প্রভাব
১৭ মার্চের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে:
২৪ ক্যারেট স্বর্ণের দাম: $২,১৬৫ প্রতি আউন্স
২২ ক্যারেট স্বর্ণের দাম: $১,৯৮৫ প্রতি আউন্স
প্রসঙ্গত, ১৬ মার্চ এই দাম ছিল $২,১৬০। মাত্র একদিনে $৫ বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের বাজারেও পরিলক্ষিত হচ্ছে।