এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশে স্বর্ণের দাম ভরি এখন বিনিয়োগকারীদের জন্য অন্যতম আলোচনার বিষয়। ২৩ মার্চ ২০২৫ তারিখে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি পৌঁছেছে সর্বোচ্চ রেকর্ডে – ১,৫৪,৯৪৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক এই নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়েছে, যা সোনার বাজারে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
• সরকার অনুমোদিত দোকানে বিক্রি করুন: BSTI হলমার্কযুক্ত স্বর্ণ হলে বেশি দাম পাবেন।
• ব্যাংকের মাধ্যমে বিক্রি করুন: কিছু ব্যাংক স্বর্ণ কিনে থাকে যা নিরাপদ বিকল্প।
• বাজার পরিস্থিতি বুঝে বিক্রি করুন: দাম বাড়ার সময় স্বর্ণ বিক্রি করলে বেশি মুনাফা পাওয়া
সম্ভব।