বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ০২:৫৩:৫০

এসএসসি পরীক্ষা পেছাতে অসহযোগ আন্দোলনের ডাক

এসএসসি পরীক্ষা পেছাতে অসহযোগ আন্দোলনের ডাক

এমটিনিউজ২৪ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পরীক্ষা একমাস পেছানোসহ দুই দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শুরু হওয়া এই আন্দোলন বিকেল ৫টা পর্যন্ত চলবে, যা ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত বিস্তৃত থাকবে। অন্যদিকে, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের দাবি পূরণ না হলে তারা পরীক্ষায় অংশ নেবে না।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া
২. প্রতিটি পরীক্ষার মাঝে ৩-৪ দিনের বিরতি রাখা

পরীক্ষার্থীদের মতে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কঠিন হয়েছে। পাশাপাশি, ঈদের পরপরই পরীক্ষা শুরু হলে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ মিলছে না। তাই এক মাস সময় পেলে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।

তাদের আরেকটি উদ্বেগ গরমের তীব্রতা। একটানা পরীক্ষা দিলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে, বিশেষত দূরবর্তী কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য। তাই প্রতিটি পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে