এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের অবস্থানরত হোটেলে শুক্রবার (০৪ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন রোহিঙ্গা সংকট ঘিরে আঞ্চলিক কূটনীতি আবারও সক্রিয় হয়ে উঠেছে। মিয়ানমার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নাম-পরিচয় চূড়ান্ত করেছে, যাদের ফেরত পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
সাক্ষাতে অধ্যাপক ইউনূস গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে আমরা মিয়ানমারের জনগণের পাশে আছি। আমাদের উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে, প্রয়োজনে আরও সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’
বাংলাদেশের পক্ষ থেকে ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, আঞ্চলিক সংহতি ও মানবিক মূল্যবোধ থেকেই এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মিয়ানমারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে বিমসটেক নতুন গতিশীলতা অর্জন করবে।
নোবেলজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমার সংকটের মধ্যে রয়েছে। এই অভ্যুত্থানের ফলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যা জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। এতে বহু প্রাণহানি ঘটছে। এর জেরে পশ্চিমা দেশগুলো মিন অং হ্লাইংয়ের ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।