রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৩:২১

সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে-এ কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার মাধ্যমেই সবার কাছে গ্রহণযোগ্য সমাধান আসবে এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত বলেও বিশ্বাস করি।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে শ্রমিকরা প্রাণ দিয়েছেন, গত ১৫ বছরে কতজন শ্রমিক প্রাণ দিয়েছেন সেই তালিকা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এখনও সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্র এখনও উত্তরণ হয়নি আবার এখনও নির্বাচনের মাধ্যমে সংসদ পাওয়া যায়নি তাই সবাইকে সংগঠিত থাকতে হবে ও সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, সবাই যদি সকল ক্ষেত্রে পরিবর্তন চাই, তাহলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেদিকে সজাগ থাকতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হলেই আব্দুল্লাহ আল নোমানের আত্মা শান্তি পাবে।

মির্জা ফখরুল বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের মতো একজন ত্যাগী ছাত্রনেতাকে যারা হত্যা করতে পারে, তারা পরিবর্তনের এ সময়ে বাংলাদেশের পক্ষের মানুষ নয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আগামীতেও যদি গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্র হয়, নির্বাচন নিয়ে তালবাহানা করা হয় বিএনপি রাজপথে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় লড়াই করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে