এমটিনিউজ২৪ ডেস্ক : ভোলার মনপুরায় আলাদা বজ্রপাতে একই দিনে ৮টি গরু মারা গেছে। এতে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।
রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার হাজিরহাট, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে আলাদা বজ্রপাতে গরুগুলো মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন: উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন বাসিন্দা কৃষক মো. মিরাজ। তার চারটি গরু মারা গেছে। অপরদিকে ১টি করে গরুর মৃত্যু হয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মেহনাজ কাজি ও শামসুদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেলিম সর্দার ও ছাত্তার রাঢ়ী।
এদের মধ্যে চারটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র কৃষক মিরাজ।
ক্ষতিগ্রস্থ কৃষক মিরাজ জানান, সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোয়ালে থাকা চারটি গরু মারা যায়। এতে তার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, মনপুরায় বজ্রপাতে ৮টি গরু মারা গেছে। কৃষকদের তালিকা করে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সাহায্য এলে সহযোগিতা করা হবে।