বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৮:৩৭

এবার ভারতের বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান

এবার ভারতের বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দাবি করেছে, অসাবধানতাবশত বিএসএফের এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন। এরপর তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত, ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।

আলোচনার মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে গত মঙ্গলবার ভয়াবহ হামলা হয়। এতে ২৬ জনকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয়। এর জবাবে পাকিস্তানও আজ বৃহস্পতিবার পাল্টা ব্যবস্থা নিয়েছে। আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতর বিএসএফ জওয়ান আটক হওয়ার খবর পাওয়া গেলো।

এদিকে গতকাল ভারত জানায়, তারা পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করবে, পাকিস্তানিদের বিশেষ ভিসা সুবিধা বাতিল করবে। এছাড়া পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। সঙ্গে দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় নয়াদিল্লি। এরপর আজ বৃহস্পতিবার নতুন করে ভাতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। এতে তারা জানায় পাকিস্তানিদের আর কোনো ভিসা দেবে না ভারত।

এরপর পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়। দেশটি জানিয়েছে, ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করবে তারা। সঙ্গে ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার তথ্য জানানো হয়। সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে