বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০:৩৭:৫৬

যে বড় সুখবর পেলেন পিনাকী ভট্টাচার্য

যে বড় সুখবর পেলেন পিনাকী ভট্টাচার্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার অফিশিয়াল ফেসবুক পেজটি পুনরুদ্ধার করেছেন। কয়েক দিন আগে অজ্ঞাত কারণে তার পেজটি ডিজেবল হয়ে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

পেজ ফিরে পাওয়ার পর এক স্ট্যাটাসে তিনি লেখেন :
‘যতবারই হত্যা করো
আবার জন্মাব
লিখব নতুন ইতিহাস।’

তারপর যোগ করেন, ‘ফিরে এসেছি আবার’ এবং স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’।

পিনাকী ভট্টাচার্য তার বিশ্লেষণধর্মী পোস্ট, সরকার ও সমাজ নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং সক্রিয় অনলাইন উপস্থিতির জন্য পরিচিত। তার ফেসবুক পেজে লক্ষাধিক অনুসারী রয়েছে, যারা নিয়মিত তার লেখালেখি ও লাইভ ভিডিওর মাধ্যমে মতামত জানতে উৎসাহী।

পেজ ডিজেবল হওয়ার ঘটনায় অনেক অনুসারী উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে এখন তিনি আবার সক্রিয়ভাবে লিখতে শুরু করেছেন, যা তার সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে